করোনা আক্রান্ত টাইগারদের ‘টিম লিডার’ সুজন

ক্রিকেট দুনিয়া May 22, 2021 621
করোনা আক্রান্ত টাইগারদের ‘টিম লিডার’ সুজন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান দলের ‘টিম লিডার’ খালেদ মাহমুদ সুজন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। নমুনা প্রদানের পর পিসিআর টেস্টে তার নমুনার ফলাফল পজিটিভ এসেছে।


জাতীয় দল কাউকে খুশি করার জায়গা না সুজন

সর্বশেষ শ্রীলঙ্কা সফরে টাইগারদের টিম লিডারের দায়িত্ব তুলে দেওয়া হয় সুজনের হাতে। এর আগে বেশ কয়েকটি সফরে তিনি বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন। তবে ২০১৯ সালে বর্তমান কোচিং প্যানেল দায়িত্ব নেওয়ার পর জাতীয় দলের সাথে সুজনের দূরত্ব শুরু হয়।


টিম লিডার হিসেবে সুজন টাইগারদের সাথে কাজ করা শুরু করলেও শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের জৈব সুরক্ষা বলয়ে তিনি যোগ দেননি। কয়েকদিন ধরেই ঠাণ্ডাজনিত অসুস্থতা বোধ করছিলেন সুজন। সাবধানতাবশত টিম হোটেলে যাননি। নমুনা পরীক্ষার পর শুক্রবার (২১ মে) রাতে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।


বিডিক্রিকটাইমকে সুজন জানান, বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে হোম ওয়ানডে সিরিজে দলের সাথে থাকা হচ্ছে না তার। ঠাণ্ডাজনিত অসুস্থতা থাকলেও শারীরিকভাবে স্থিতিশীল আছেন সুজন।


সুজন দলের সংস্পর্শে না আসায় তার করোনা পজিটিভ হওয়ার খবরে আপাতত জৈব সুরক্ষা বলয় নিয়ে উদ্বেগের কিছু নেই। রবিবার (২৩ মে) থেকে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যা শেষ হবে আগামী ২৮ মে। সিরিজের জন্য গত ১৮ মার্চ থেকে জৈব সুরক্ষা বলয়ে আছে বাংলাদেশ দল।


সূত্রঃ বিডি ক্রিক টাইম