আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, দেখে নিন দুদলের স্কোয়াড

ক্রিকেট দুনিয়া May 22, 2021 1,011
আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, দেখে নিন দুদলের স্কোয়াড

আগামীকাল থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ২:৩০ মিনিটে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই মুহূর্তে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে বাংলাদেশ।


এখন পর্যন্ত ছয় ম্যাচের মধ্যে তিন ম্যাচে জয়লাভ করেছে টাইগাররা। অন্যদিকে পয়েন্ট টেবিলের একদম তলানিতে অবস্থান করছে শ্রীলঙ্কা। শুধু তাই নয় এই মুহূর্তে তাদের পয়েন্ট (-২)। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে জিটিভি এবং টি স্পোর্টসে।


বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।


বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কার ১৮ সদস্যের স্কোয়াডঃ

কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ অধিনায়ক), ধানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, আসেন বান্দারা, নিরোশান ডিকওয়েলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, চামিকা করুনারত্নে, লাকসান সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, দুশমান্তা চামিরা, শিরান ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো, আসিথা ফার্নান্দো ও আকিলা ধনঞ্জয়া।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট