নিজেদের মাঠে বাংলাদেশ খুবই বিপজ্জনক দল : ইসুরু উদানা

ক্রিকেট দুনিয়া May 21, 2021 587
নিজেদের মাঠে বাংলাদেশ খুবই বিপজ্জনক দল : ইসুরু উদানা

অতীত পরিসংখ্যানে বাংলাদেশের থেকে অনেক এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। এখনো পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ পরাজিত হয়নি শ্রীলঙ্কা। সেই রেকর্ড এই সিরিজ ধরে রাখতে চান শ্রীলংকার জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার ইসুরু উদানা। যদিও ঘরের মাঠে অনেক শক্তিশালী বাংলাদেশ।


তবুও বাংলাদেশের বিপক্ষে জয়ের ব্যাপারে অনেক আশাবাদী লঙ্কান দলের এই ফাস্ট বোলার। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য নতুন দল নিয়ে এসেছে শ্রীলঙ্কা। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে অনেকেই বাদ পড়েছেন এই দল থেকে।


অন্যদিকে বাংলাদেশ দলে রয়েছেন কয়েকজন তারকা ক্রিকেটার। সাকিব-তামিম, মোস্তাফিজ, মুশফিকদের সামনে অনেকটাই তারুণ্যনির্ভর দল লঙ্কানরা। তার মানে অবশ্য এই নয় যে তারা পরাজয় মেনে নিয়ে মাঠে নামছেন। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে জয়ের ভালো সম্ভাবনা দেখছেন বাঁহাতি এই পেসার।


মিরপুর একাডেমি মাঠে বৃহস্পতিবার অনুশীলনের ফাঁকে উদানা বলেন, অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও তারা এখানে জয়ের মানসিকতা নিয়েই এসেছেন।


“শ্রীলঙ্কা দলে অভিজ্ঞতার ঘাটতি তো আছেই। বাংলাদেশ দলে বেশ কয়েকজন মহাতারকা আছেন। আমরা তরুণ একটি দল নিয়ে এসেছি, এখানে আমাদের হারানোর কিছু নেই। আমরা ওদের হারাতে এসেছি আর ওদের হারাতে নিজেদের সেরাটা দিতে চাই। কারণ আমরা জানি, নিজেদের মাঠে বাংলাদেশ খুবই বিপজ্জনক।”


বাংলাদেশের কন্ডিশন, ক্রিকেটারদের শক্তি-দুর্বলতা, মিরপুর মাঠ, সব কিছু নিয়ে বেশ ভালো ধারণাই আছে উদানার। বিপিএলে তিনি পরিচিত মুখ। এটিও তাকে জোগাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। - বাংলাওয়াশ ক্রিকেট