শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের চূড়ান্ত দল ঘোষণা

ক্রিকেট দুনিয়া May 20, 2021 1,081
শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের চূড়ান্ত দল ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বিসিবি৷ দীর্ঘদিন পর প্রাথমিক দলে সুযোগ পেলেও চূড়ান্ত দলে জায়গা হয়নি ব্যাটসম্যান ইমরুল কায়েসের। আজ বৃহস্পতিবার (২০ মে) ১৫ সদস্যের দল ঘোষণা করে বোর্ড।


এছাড়াও স্ট্যান্ডবাই রাখা হয়েছে চার ক্রিকেটারদের। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। প্রস্ততি ম্যাচে ভাল ব্যাটিং করলেও জায়গা হয়নি নাইম শেখের। তবে মাত্র ৩ রান করেও মূল দলে টিকে গেছেন মোহাম্মদ মিঠুন।


ইমরুলের সাথে দীর্ঘদিন পর দলে ডাক পাওয়া তাইজুল ইসলামও চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেননি৷ তবে আছেন স্ট্যান্ডবাই তালিকায়। প্রথমবার ওয়ানডে দলে ডাক পাওয়া পেসার শহিদুল ইসলামও আছেন স্ট্যান্ডবাই তালিকাতে।


সবশেষ নিউজিল্যান্ড সফরের দলে থাকা স্পিনার নাসুম আহমেদ কোন জায়গাতেই নাম লেখাতে পারেননি। বাদ পড়েছেন নাজমুল হাসান শান্তও। পেসার রুবেল হোসেন ও হাসান মাহমুদ ইনজুরিতে জায়গা হারিয়েছেন। প্রাথমিক দলের বাইরে থাকা লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব প্রস্তুতি ম্যাচের দলের পর চূড়ান্ত দলের স্ট্যান্ডবাই তালিকায় জায়গা করে নিয়েছেন।


বাংলাদেশ স্কোয়াড:

তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহিদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মুসাদ্দেক হোসেন সৈকত, শেখ মাহেদী হাসান, শরিফুল ইসলাম।


স্ট্যান্ডবাই: নাইম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।


সূত্রঃ স্পোর্টসজোন২৪