টেস্টের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি ও আয়ারল্যান্ড সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করলেও আয়ারল্যান্ড সফরে যাবেন ২০ ক্রিকেটার।
মোট ১৯জন ক্রিকেটার নিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টেম্বা বাভুমার দল। এরপর আয়ারল্যান্ড সফরের আগে দলের সঙ্গে যোগ দেবেন কেশভ মহারাজ। ১০ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে প্রোটিয়ারা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৮ জুন।
টেস্ট শেষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে এই দুইদল। যেখানে ২৬, ২৭ ও ২৯ জুন সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টি খেলবে তাঁরা। সিরিজের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ জুলাই। এরপর ১১ জুলাই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৩ ও ১৬ জুলাই। আর সিরিজের তিনটি টি-টোয়েন্টি হবে ২০, ২২ ও ২৫ জুলাই।
টেস্ট স্কোয়াড: ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, সারেল এরউই, বেউরান হেনড্রিকস, জর্জ লিন্ডে, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিদি, অ্যাইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, অ্যানরিখ নরকিয়া, কেগান পিটারসেন, কাগিসো রাবাদা, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরাইনে, তাবরাইজ শামসি, লিজাড উইলিয়ামস, প্রেনেলান সুব্রায়েন এবং মার্কো ইয়ানসেন।
ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিজর্ন ফরটুইন, রেজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, সিসান্দা মাগালা, কেশভ মহারাজ (শুধুমাত্র আয়ারল্যান্ড সফরের জন্য), জানেমান মালান, অ্যাইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, অ্যানরিখ নরকিয়া, অ্যান্ডি ফ্লেকও, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরাইনে এবং লিজাড উইলিয়ামস।
সূত্রঃ ক্রিকফ্রেন্জি