অবসর না ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন ডি ভিলিয়ার্স

ক্রিকেট দুনিয়া May 18, 2021 651
অবসর না ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন ডি ভিলিয়ার্স

এবি ডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০১৮ সালের মে মাসে। এরপর তিন বছর ধরে জাতীয় দলে তার ফেরার গুঞ্জন চলেছে। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কই নাকি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে আগ্রহ দেখান।


অবসরের ঘোষণা দিয়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলছিলেন ডি ভিলিয়ার্স। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পরের বছরের বিশ্বকাপেই ফেরার আগ্রহ দেখান তিনি। যদিও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তাতে সাড়া দেয়নি।


গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার ফেরার ব্যাপারে খবর শোনা যাচ্ছিল। কিন্তু করোনার কারণে তা স্থগিত হলে পরে এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে দেখার সম্ভাবনা জেগেছিল, যার ইতি টানলো ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।


এই বছরের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে আইপিএল খেলেন ডি ভিলিয়ার্স। টুর্নামেন্টের মাঝপথে দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচারের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে নাকি আলোচনা করেছিলেন তিনি।


তা আর হচ্ছে না। মঙ্গলবার ১৮ মে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানিয়েছে, ডি ভিলিয়ার্স অবসরের সিদ্ধান্ত বদলাচ্ছেন না।


সূত্রঃ আমাদের সময়