নিজের দেখা সর্বকালের সেরা আইপিএল একাদশের কথা জানিয়েছেন ইংল্যান্ডের জস বাটলার। যেখানে ইনিংস সূচনায় নিজের সঙ্গে রেখেছেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মাকে। অতীতে মুম্বাইয়ে একসঙ্গে খেলেছেন বাটলার ও রোহিত।
বিরাট কোহলিকে রেখেছেন তিন নম্বরে। চারে বাটলারের পছন্দ এবি ডি’ভিলিয়ার্সকে। পাঁচে রেখেছেন মাহেন্দ্র সিংহ ধোনিকে। বাটলার অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং কাইরন পোলার্ডকে। এছাড়া স্পিনার হিসেবে মুম্বাই ও চেন্নাইয়ের জার্সি মাতানো হরভজন সিংকেই পছন্দ ইংলিশ তারকার।
পেসারদের মধ্যে ভারতের ভুবনেশ্বর কুমার এবং জাসপ্রীত বুমরাহর সঙ্গে লাসিথ মালিঙ্গাকেও দলে রেখেছেন বাটলার। কিন্তু অধিনায়ক কাকে করেছেন, সেটা বলেননি তিনি।
বাটলারের চোখে আইপিএলের সেরা একাদশ: জস বাটলার, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কাইরন পোলার্ড, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, ভুবনেশ্বর কুমার, লাসিথ মালিঙ্গা এবং জাসপ্রীত বুমরাহ।
সূত্রঃ এসএনপি স্পোর্টস