শ্রীলঙ্কা সিরিজে কেমন হতে পারে টাইগারদের ব্যাটিং পজিশন?

ক্রিকেট দুনিয়া May 11, 2021 1,104
শ্রীলঙ্কা সিরিজে কেমন হতে পারে টাইগারদের ব্যাটিং পজিশন?

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আবারও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েস। সর্বশেষ ২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ইমরুল। এরপর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে।


তবে হঠাৎ করেই বা কেন তিন বছর পর জাতীয় দলে সুযোগ পেলেন ইমরুল কায়েস? এমন প্রশ্ন উঠেছে অনেকের মনেই। মূলত বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালের ইচ্ছাতেই বাংলাদেশ ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন ইমরুল কায়েস। বরাবরই বাংলাদেশ জাতীয় দলের হয়ে টপ অর্ডারে ব্যাটিং করেছেন ইমরুল কায়েস।


তামিম ইকবালের সাথে অনেক ম্যাচেই ওপেনিংয়ে দেখা গিয়েছে থাকে। তবে এইবার আর সেই সুযোগ হচ্ছে না ইমরুল কায়েসের। মূলত আগামী ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই দল সাজাচ্ছে বিসিবি। এই মুহূর্তে বাংলাদেশ দলে তামিম ইকবালের সাথে ওপেনিংয়ে অনেকটাই নিশ্চিত লিটন দাস।


এদিকে তিন নম্বর ব্যাটিং পজিশনে আবারও ফিরছেন সাকিব আল হাসান। গত কয়েকটি সিরিজে তিন নম্বরে ব্যাটিং পজিশন নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। কিন্তু সেখানে সফল হতে পারেননি তিনি। তাই তিন নম্বর ব্যাটিং পজিশনে আবার সাকিব আল হাসানকেই দেখা যাবে।


অন্যদিকে ৪ নম্বর ব্যাটিং পজিশনে নিশ্চিত মুশফিকুর রহিম এবং ৬ নম্বর ব্যাটিং পজিশনে নিশ্চিত মাহমুদুল্লাহ রিয়াদ। তাহলে এই মুহূর্তে ৫ নম্বর ব্যাটিং পজিশন সামলাবেন কে। এর আগে কয়েকটি সিরিজে এই জায়গাটিতে খেলেছেন মোহাম্মদ মিঠুন।


তবে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি মোহাম্মদ মিঠুন। এই পজিশনে একজন সিনিয়র ক্রিকেটারকে দেখতে চান ওয়ানডে দলের অধিনায়ক। শ্রীলঙ্কা সিরিজে ৫ নম্বর পজিশনে দেখা যেতে পারে ইমরুল কায়েসকে। - বাংলাওয়াশ ক্রিকেট