তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এই মাসেই বাংলাদেশ আসছে শ্রীলঙ্কা। ইতোমধ্যেই এই সিরিজকে সামনে রেখে প্রাথমিক দলও ঘোষণা করেছে বিসিবি। শুরু হয়েছে অনুশীলনও। তবে চূড়ান্ত ছিলোনা সিরিজের সূচি।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে লঙ্কানদের বাংলাদেশ সফরের পুরো সফর সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির প্রকাশিত সূচি অনুযায়ী সিরিজ খেলতে লঙ্কানরা বাংলাদেশে আসবে ১৬ মে।
সেখানে প্রথম দফা কোভিড-১৯ টেস্ট শেষে তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর দ্বিতীয় দফা কোভিড-১৯ টেস্ট করানো হবে। ফলাফল নেগেটিভ প্রমাণিত হলে ১৯ মে থেকে অনুশীলন করতে পারবেন তারা।
সফরে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে লঙ্কানরা। ২১ মে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আর ২৩ মে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। শেষ ম্যাচ মাঠে গড়াবে ২৮ মে। ২৯ মে বাংলাদেশ ছাড়বেন তারা।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সূচি:
১ম ওয়ানডে- ২৩ মে, ২০২১, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২য় ওয়ানডে- ২৫ মে, ২০২১, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৩য় ওয়ানডে- ২৮ মে, ২০২১, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
(সব গুলো ম্যাচই হবে দিবারাত্রির)।
সূত্রঃ স্পোর্টসজোন২৪