আবার কবে মাঠে গড়াবে আইপিএল? যা বললেন সৌরভ

ক্রিকেট দুনিয়া May 5, 2021 989
আবার কবে মাঠে গড়াবে আইপিএল? যা বললেন সৌরভ

একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় স্থগিত করা হয়েছে ১৪তম আইপিএল। ভারত জুড়ে কোভিড লাফিয়ে লাফিয়ে বাড়লেও প্রতিযোগিতা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বিসিসিআই। কিন্তু গত কয়েক দিনে একাধিক ক্রিকেটার ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য এবং জৈব বলয় ভেদ করে করোনার আগমন ঘটায় শেষ পর্যন্ত পিছিয়ে এল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে বছরের কোনও সময় পরিস্থিতি আয়ত্তে এলে আইপিএল-এর বাকি ৩০ ম্যাচ আয়োজন করতে চাইছেন সৌরভ গাঙুলি।


এ ব্যাপারে গাঙুলি বলেন, “আমরা সবাই মিলে এই প্রতিযোগিতা শেষ করতে চেয়েছিলাম। কিন্তু একাধিক ক্রিকেটার ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য অবশেষে আইপিএল মাঝ পথে থামিয়ে দিতে হল। আসলে এটা তো খুব সংক্রামক ব্যাধি। তাই আর ঝুঁকি নেওয়া হল না। তবে এখনও সময় হাতে আছে। যদি পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে বছরের কোনও না কোনও সময় বাকি ৩০ ম্যাচ আয়োজন করার চেষ্টা করব।’”


স্থগিত হওয়া আইপিএল পুনরায় শুরুর প্রসঙ্গে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুকলা বললেন, ‘চলতি বছরে আমরা আর আইপিএল টু্নামেন্ট আয়োজন করতে পারি কি না, সেটা দেখতে হবে। সেপ্টেম্বর মাসে আমরা আবারও এই টুর্নামেন্ট শুরু করতে পারি, তবে সেটা এখনই বলা সম্ভব নয়। বর্তমানে যা পরিস্থিতি, তাতে টুর্নামেন্ট আয়োজন না করাই শ্রেয়।’


অন্যদিকে আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, ‘এখন আমাদের একটি ফাঁকা সময় বের করতে হবে। উইন্ডো পেলেই আমরা ফের আইপিএল আয়োজন করবো। সেপ্টেম্বরে এটি সম্ভব হয় কি না আমাদের দেখতে হবে। এইসময়ে আইসিসি ও ক্রিকেট বোর্ডগুলোর পরিকল্পনাগুলিও যাচাই করতে হবে।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪