টেস্টে সবচেয়ে বাজে গড় বাংলাদেশের পেসারদের

ক্রিকেট দুনিয়া April 30, 2021 631
টেস্টে সবচেয়ে বাজে গড় বাংলাদেশের পেসারদের

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথচলাটা বরাবরই হতাশার। সেখানে টাইগার পেসারদের গল্পটা আরও বেশি হতাশাজনক। সর্বদা স্পিন নির্ভর দল নির্বাচন, ক্রিকেট কাঠামো কিংবা ভালো মানের পেসারের অভাব, যে কোনও কারণেই হোক না কেন, টেস্ট সংস্করণে পেস বোলিংয়ে সবসময়ই গড়পড়তার চেয়েও পিছিয়ে বাংলাদেশ ক্রিকেট।


গেল পাঁচ বছরের পরিসংখ্যানেও যা স্পষ্ট ফুটে উঠেছে। এ সময়টায় ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণে টেস্ট খেলুড়ে দেশের পেসারদের মধ্যে (যারা অন্তত ১০০ উইকেট নিয়েছে) সবচেয়ে করুণ দশা বাংলাদেশের। উইকেট কিংবা বোলিং গড়, সব পরিসংখ্যানে অন্যান্য দেশের পেসারদের থেকে যোজন যোজন পিছিয়ে টাইগার পেসাররা।


গেল ৫ বছরে ৩০টি টেস্ট খেলে ১০৩টি উইকেট শিকার করেছেন টাইগার পেসাররা। যেখানে প্রতিটি উইকেট পেতে তারা খরচ করেছে ৫৪.২৩ রান। অনুমিত ভাবেই স্ট্রাইকরেটটাও সবার চেয়ে বেশি, ৮৭.৯।


গেল ৫ বছরে সবচেয়ে বেশি উইকেট পেয়েছে ইংলিশ পেসাররা। এই নির্দিষ্ট সময়টাতে সর্বাধিক ৬৬ টেস্টে ২৬.৭৯ গড়ে ৭৩৯টি উইকেট শিকার করেছে ইংলিশ পেসাররা। উইকেট সংখ্যায় এগিয়ে থাকলেও, বোলিং গড়ে ইংলিশ পেসারদের চেয়েও ভালো পরিসংখ্যান রয়েছে আরও চার দেশের।


সর্বনিম্ন ২৩.৬১ গড়ে গেল ৫ বছরে ৫৭১টি উইকেট উঠেছে দক্ষিণ আফ্রিকার পেসারদের জুড়িতে। এরপরেই উইকেট প্রতি মাত্র ২৪.৬০ রান হজম করে ৫৫ টেস্টে ৪৯৪টি উইকেট তুলে নিয়েছে ভারতীয় পেসাররা। মাত্র ৩৮ ম্যাচে ৫২৫টি উইকেট শিকার করেছে নিউজিল্যান্ডের দ্রুত গতির বোলাররা, যেখানে তাদের গড় ২৬.২০।


২৬.৫৮ গড়ে ৪৬ টেস্টে ৫২৬টি উইকেট নিজেদের ঝুলিতে ভরেছেন অস্ট্রেলিয়ার পেসার। একই সময়ে ৪১ টেস্টে ২৯.৪৬ গড়ে ৩৯৯ উইকেট শিকার করেছেন ওয়েস্ট ইন্ডিজ পেসাররা। আর ৩১.৭০ গড়ে ৪০ ম্যাচে পাকিস্তানের পেসাররা তুলে নিয়েছে ৩৭৫টি উইকেট।


বাংলাদেশের পরেই পেসারদের এই পরিসংখ্যানে দ্বিতীয় বাজে অবস্থা চলমান টেস্টে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কার। ৫২ টেস্টে ৩২৮টি উইকেট শিকার করেছে লঙ্কান পেসাররা, যেখানে তাদের গড় ৩৭.২২। - ডেইলি স্পোর্টস বিডি