আজ শুরু বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। প্রথম টেস্ট ড্রয়ের পর দুই দলই এই টেস্ট জিতে সিরিজ জয়ের মিশনে আজ মাঠে নামছে। দু’দলের মাঠের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টা ৩০ মিনিটে।
মাঠের লড়াইয়ের আগে টস ভাগ্যে প্রথম টেস্টে মুমিনুল জিতলেও এই টেস্টে জিতেছে স্বাগতিক লঙ্কানরা। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
অন্যদিকে এই ম্যাচে দুই দলের একাদশে অভিষেক হয়েছে দুই ক্রিকেটারের। বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে তরুণ পেসার শরিফুল ইসলামের। বাদ পড়েছেন আবু জায়েদ রাহী। আর লঙ্কানদের হয়ে অভিষেক হয়েছে স্পিনার জয়া বিক্রমার।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহিদী হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল হোসেন।
শ্রীলঙ্কা একাদশ:
দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জায়া ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, নিরোষণ ডিকভেলা (উইকেটরক্ষক), সুরাঙ্গা লাকমল, ভানিন্দু হাসারাঙ্গা, বিশ্ব ফার্নান্দো, প্রবীণ জয়বিক্রম।
সূত্রঃ স্পোর্টসজোন২৪