ভারত থেকে সরতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রিকেট দুনিয়া April 27, 2021 529
ভারত থেকে সরতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ

করোনাভাইরাসের ভয়াবহতায় ডুবছে ভারত। দেশটিতে করোনা পরিস্থিতির কঠিনতম সময়েই চলছে আইপিএলের ১৪তম আসর। চারিদিক থেকে সমালোচনা আসলেও মুখে কুলুপ এঁটে বসে আছে আইপিএল কর্তৃপক্ষ।


ধারণা করা হচ্ছে চলতি বছরের শেষ দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন যে ভারতে নিশ্চিন্তমনেই করা যাবে সেটিরই বার্তা দিতে চাইছে বিসিসিআই।


তবে বসে নেই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তারা প্রতিনিয়তই পর্যবেক্ষণ করে যাচ্ছে ভারতের করোনা পরিস্থিতি। যদি অবস্থা খারাপ হয় তাহলে বিকল্পও ভেবে রেখেছে আইসিসি।


সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতই আইসিসির কাছে সেরা বিকল্প। যদিও শ্রীলঙ্কা আছে তালিকায়। কিন্তু আরব আমিরাতের উন্নত সুবিধার জন্যই দেশটিকে এগিয়ে রাখছে আইসিসি।


তবে কোনো কিছুই এখনও চূড়ান্ত নয়। সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিনিয়তই ভারতের করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি বিসিসিআইয়ের সাথে যোগাযোগ রাখছে আইসিসি।


কেননা ছয় মাসেরও কম সময় বাকি থাকা বিশ্বকাপ আর স্থগিত করতে চাইছে না তারা। যেকোনোভাবেই এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় আইসিসি। - এসএনপি স্পোর্টস