টাইগারদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড

ক্রিকেট দুনিয়া April 26, 2021 820
টাইগারদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড

করোনার সংক্রমনে দ্বিতীয় ঢেউ সামলাইতে নাজেহাল ভারত। তার মধ্যেই চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী অক্টোবরে নিজেদের মাটিতেই বিশ্বকাপ আয়োজন করতে বদ্ধ পরিকর ভারত। এই আসরকে সামনে রেখে এশিয়ার বাইরের দেশগুলোর চোখ এখন বাংলাদেশে। টাইগারদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।


কথা ছিল বিশ্বকাপের আগে প্রথমে নিউজিল্যান্ড আসবে বাংলাদেশ সফরে। তবে পালটে যাচ্ছে সূচি। কেন উইলিয়ামসনদের আগেই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এমন তথ্য জানিয়েছেন।


ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেন আকরাম খান বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা শেষে জুলাইয়ের শেষ দিকে কিংবা আগস্টের শুরুতে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া। এরপর নিউজিল্যান্ড ক্রিকেট দল আসবে।’


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জুলাইয়ের শেষে বাংলাদেশ সফর করা কথা ছিল নিউজিল্যান্ডের, তবে নতুন সূচি অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে কিংবা আগস্টের শুরুতে বাংলাদেশ সফর করবে ডেভিড ওয়ার্নাররা। এরপর একই মাসে ঢাকা আসবে নিউজিল্যান্ড।


সূত্রঃ স্পোর্টসজোন২৪