ভারতের করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ অবস্থায় দাঁড়িয়েছে। প্রতিনিয়তই লাফিয়ে বাড়ছে সংক্রমণ। দীর্ঘ হচ্ছে লাশের সারি। হাসপাতালে জায়গা খালি নেই, অভাব পড়েছে অক্সিজেনের। শ্মশানে লাশ দাহ করার জায়গা নেই। যার জন্য করা হয়েছে গণচিতার ব্যবস্থা। স্বজন হারানোর বেদনায় হাজার হাজার পরিবারের ক্রন্দনে বিভীষিকাময় অবস্থা ভারতে।
এই যখন অবস্থা, তখনই চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। সানন্দ্যে হাজার হাজার কোটি টাকার লিগ চলছে বেশ ভালোভাবেই। কিন্তু নেই আইপিএল বন্ধ করার তোড়জোড়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সবাই মুখে কুলুপ এঁটে বসে আছেন। দেখেও অনেকে না দেখার ভান করে যাচ্ছেন।
এমতাবস্থায় প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন ভারতীয় অফ-স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। দিল্লি ক্যাপিটালসের এই তারকা ক্রিকেটার এক টুইট বার্তায় আইপিএল থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন।
গতকাল হায়দ্রাবাদের বিপক্ষে সুপার ওভারে গিয়ে জয় পেয়েছে দিল্লি। এই ম্যাচের পরই অশ্বিন জানান তিনি এবারের আসরে আর আইপিএলে থাকছেন না। অশ্বিনের পরিবারের একাধিক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সময়ে পরিবারের পাশে থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নিজের টুইট একাউন্টের নামও পরিবর্তন করে দিয়েছেন। সেই জায়গায় লিখেছেন ‘স্টে হোম স্টে সেফ’। অশ্বিনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দিল্লি কর্তৃপক্ষ। পরবর্তীতে পরিস্থিতির যদি উন্নতি হয় তাহলে আইপিএলে ফেরার আশা প্রকাশ করেছেন অশ্বিন।
ঐ টুইট বার্তায় অশ্বিন লিখেন, ‘আগামীকাল (আজ) থেকে আইপিএল জগতে আমি থাকছি না। আমার পরিবার ও একাধিক কাছের মানুষ এই মুহূর্তে করোনার বিরুদ্ধে লড়াই করছে। এমন কঠিন সময়ে তাঁদের পাশে থাকা আমার কর্তব্য। যদি দেশে করোনা পরিস্থিতির উন্নতি হয় তবেই আবারও আইপিএল জগতে ফিরে আসব। ধন্যবাদ দিল্লি ক্যাপিটালস।’
সূত্রঃ এসএনপি স্পোর্টস