ড্র হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট

ক্রিকেট দুনিয়া April 25, 2021 707
ড্র হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। পাল্লেকেলে টেস্টের পঞ্চমদিন ৮ উইকেটে ৬৪৮ রান করে নিজেদের ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ফলে ১০৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ।


ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান সুরাঙ্গা লাকলমলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি আগের ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। তিনি কোনো রান না করেই লাকমলের বলে ইন সাইড এজ হয়ে আউট হয়েছেন।


বাংলাদেশের দলীয় রান যখন ৫২ তখনই ৫৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল। এই হাফ সেঞ্চুরি তোলার পথে ৭টি চার ও দুটি ছক্কা মেরেছেন তিনি। এরপর ২ উইকেটে ১০০ রান নিয়ে চা পানের বিরতিতে যায় বাংলাদেশ। তামিম ৭৪ ও মুমিনুল ৭৪ রান নিয়ে অপরাজিত থাকেন। এরপর বেরসিক বৃষ্টি হানা দিলে বাংলাদেশ আর মাঠে নামতে পারেনি।


সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ প্রথম ইনিংস: ৫৪১/৭ ডি: (ওভার ১৭৩) (তামিম ৯০, সাইফ ০, শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৫৮*, লিটন ৫০; ফার্নান্দো ৪/৯৬)


শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৬৪৮/৮ ডি: (১৭৯ ওভার) (থিরিমান্নে ৫৮, করুনারত্নে ২৪৪; ম্যাথুস ২৫, ধনাঞ্জয়া ১৬৬; তাসকিন ৩/১১২, তাইজুল ২/১৬৪)


বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১০০/২ (৩৩ ওভার) (তামিম ৭৪*, মুমিনুল ২৩*; লাকমল ২/২১)।


সূত্রঃ ক্রিকফ্রেন্জি