শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডি টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনেও পুরো সময় ব্যাটিং করেনি বাংলাদেশ। ৭ উইকেটে ৫৪১ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। মুশফিকুর রহিম ৬৮ রানে অপরাজিত ছিলেন। তাসকিন খেলছিলেন ৬ রানে।
৪ উইকেটে ৪৭৪ রানে শুক্রবার খেলতে নামে বাংলাদেশ। মুশফিকের ২৩তম হাফ সেঞ্চুরির পর তাদের দলীয় স্কোর পাঁচশ ছাড়ায়। লিটন দাশ ফিফটি করার পরের বলেই আউট হন বিশ্ব ফার্নান্ডোর বলে, করেন ৬৭ বলে ৫০ রান।
এরপর মেহেদী হাসান মিরাজ (৩) ও তাইজুল ইসলাম (২) দ্রুত বিদায় নেন। দেশের টেস্ট ইতিহাসে এটি বাংলাদেশের ষষ্ঠ সর্বোচ্চ স্কোর। আর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ।
স্কোর: বাংলাদেশ ১৭৩ ওভারে ৫৪১/৭ (তাসকিন ৬*, মুশফিক ৬৮*)
সূত্রঃ রাইজিংবিডি