রশিদ খানের সাথে রোজা করলেন ওয়ার্নার- উইলিয়ামসন

ক্রিকেট দুনিয়া April 19, 2021 1,033
রশিদ খানের সাথে রোজা করলেন ওয়ার্নার- উইলিয়ামসন

চলছে মুসলিম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রমজান মাস। এই মাসে সৃষ্টিকর্তার সন্তুষ্টি আদায়ের জন্যে রোজা রাখেন মুসলমানরা। ক্রিকেট বিশ্বের অনেক ক্রিকেটারই রোজা রেখে ক্রিকেট খেলেন, অনুশীলনও করেন। তেমনই একজন আফগান স্পিনার রশিদ খান।


চলছে ভারতের টি-টোয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সেখানে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন রশিদ। আর একই সাথে তিনি রোজাও রেখেছেন। পবিত্র এই মাসে রোজা রেখে চালিয়ে যাচ্ছেন খেলা।


গতকাল ১৮ এপ্রিল রোজা ছিলেন রশিদ খান। কিন্তু তিনি একা নন, তার সাথে উপোষ থেকেছেন ভিন্নধর্মাবলম্বী সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও আরেক কেন উইলিয়ামসনও। রশিদের সঙ্গে ইফতারও করেছেন তারা দু’জন।


গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ইফতারে সময়কার কয়েকটি ভিডিও স্টোরি দেন রশিদ। সেখানে দেখা যায়, রশিদের সাথে ইফতার নিয়ে বসে আছেন ওয়ার্নার ও উইলিয়ামসন। সেখানে তাদের মধ্যে কথোপকথনও তুলে ধরেন রশিদ।


সেই বার্তায় শুরুতেই রশিদ বলেন, “ওয়ার্নার, তোমার উপোষ কেমন চলছে?”–জবাবে ওয়ার্নার জানান, “ভালো, তবে আমি অনেক ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত।” এরপর উইলিয়ামসনকে রশিদ জিজ্ঞেস করেন, “কেমন বোধ করছো?”– জবাবে উইলিয়ামসন বলেন, “খুব ভালো। ধন্যবাদ।”


পরবর্তী রশিদ তাদের উপোষ থাকা নিয়ে বলেন,

“এই দুই কিংবদন্তি আজ আমাদের সাথে উপোষ করছেন। তাদের ইফতারের টেবিলে পেয়ে খুব ভালো লাগছে।”


সূত্রঃ স্পোর্টসজোন২৪