ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। ১৫ সদস্যের দলে চমক হিসেবে আছে তিন নতুন মুখ। আর দলে ফিরেছেন ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলর।
নতুন তিন জন হলেন– ব্যাটসম্যান তাদিওয়ানাসে মারুমানি, পেসার তানাকা সিভাঙ্গা ও স্পিনার তাপিওয়া মাফুদজা। এছাড়া চোটের কারণে দলে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজার।
আগামী ২১ এপ্রিল তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এরপর ২৩ ও ২৫ এপ্রিল হবে শেষ দুই ম্যাচ। এরপর টেস্ট দুটি শুরু হবে ২৯ এপ্রিল ও ৭ মে।
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড : শন উইলিয়ামস (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা, তানাকা চিভাঙ্গা, ক্রেইগ আরভিন, লুক জংওয়ে, তিনাশে কামুনহুকামওয়ে, ওয়েসলে মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাপিওয়া মুফুদজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগ্রাভা, ব্রেন্ডন টেলর ও ডোনাল্ড টিরিপানো।
সূত্রঃ স্পোর্টসজোন২৪