কোহলিকে হাস্যকর শাস্তি দিল ম্যাচ রেফারি

ক্রিকেট দুনিয়া April 15, 2021 772
কোহলিকে হাস্যকর শাস্তি দিল ম্যাচ রেফারি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের ষষ্ঠ ম্যাচের ঘটনা। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আউট হওয়ার পর রাগে ব্যাট দিয়ে চেয়ারে আঘাত করেন। এতে বিরাট কোহলিকে শুধু তিরস্কার করেই ছেড়ে দিল ম্যাচ রেফারি।


গতকাল চেন্নাই স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের সময় জেসন হোল্ডারের বলে ২৯ বলে ৩৩ রান করে কোহলি আউট হয়ে যান। ড্রেসিং রুমে ফেরার পথে ডাগ আউটের ধারে একটি চেয়ারে ব্যাট দিয়ে সজোরে মারতে দেখা যায় আরসিবির অধিনায়ককে। পুরো ঘটনাটাই ক্যামেরায় ধরা পড়ে যায়।


এতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোড অব কন্ডাক্টের ২.২ ধারা ভেঙেছেন তিনি। কিন্তু তাকে কোন আর্থিক শাস্তি না দিয়েই শুধু তিরস্কার করে, যা হাস্যকর। অথচ প্রায় একই অপরাধের জন্য ২০১৬ সালে গৌতম গম্ভীরকে তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছিল।


সূত্রঃ স্পোর্টসজোন২৪