রাতে মুখোমুখি হচ্ছে কলকাতা-মুম্বাই, দেখে নিন দুদলের সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া April 13, 2021 1,326
রাতে মুখোমুখি হচ্ছে কলকাতা-মুম্বাই, দেখে নিন দুদলের সম্ভাব্য একাদশ

আজ মঙ্গলবার আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে চলেছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে চেন্নাইয়ে।


রবিবার নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে পরাজিত করে কলকাতা এই মৌসুমে প্রথম জয় দিয়ে শুরু করেছে। এখন তার সামনে রোহিত শর্মা অধিনায়কত্বে মুম্বাই ইন্ডিয়ান্সের দল থাকবেন।


নিজেদের প্রথম ম্যাচেই খেলতে নেমেছিল সাকিব আল হাসান। সেই ম্যাচে দল জিতলেও ব্যাট (৫) হাতে সাফল্য পাননি তিনি। তবে বল হাতে ৩ ওভারে ৩২ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন।


অপরদিকে চেন্নাইয়ের এই মাঠে মুম্বাই ইন্ডিয়ান্স উদ্বোধনী ম্যাচে হারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এর কাছে। তারা দুই উইকেটে পরাজিত হন। টানা দু’বার শিরোপা জিতে থাকা মুম্বাই দলটি এখন আগের ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করবে।


কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ : শুবমান গিল, রাহুল ত্রিপাঠি, নিতিশ রানা, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, প্যাট কামিন্স, হরভজন সিং, প্রসিধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী।


মুম্বাই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, মার্কো জেনসন, পীযুষ চাওলা, ট্রেন্ট বোল্ট এবং জসপ্রীত বুমরাহ।


সূত্রঃ স্পোর্টসজোন২৪