আজ আবারও মাঠে নামছে সাকিবের কলকাতা

ক্রিকেট দুনিয়া April 13, 2021 634
আজ আবারও মাঠে নামছে সাকিবের কলকাতা

আইপিএলে আজ আবারও মাঠে নামছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় ম্যাচে কেকেআর মুখোমুখি হবে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের। রাত ৮টায় চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।


আইপিএলে নিজেদের প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দ্রবাদকে ১০ রানে হারিয়ে শুভ সূচনা করেছে কলকাতা নাইট রাইডার্স। এটি ছিলো আইপিএলে শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি দলটির ১০০তম জয়। প্রথম ম্যাচে ১ উইকেট পাওয়া সাকিব দ্বিতীয় ম্যাচেও জায়গা পেতে পারেন কলকাতা একাদশে।


অন্যদিকে, হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে চ্যাম্পিয়ন মুম্বাই। প্রথম ম্যাচে ডি ভিলিয়ার্স বীরত্বে কোহলির ব্যাঙ্গালুর কাছে হেরেছিলো রোহিত শর্মার দল। কিন্তু তারপরও কলকাতার বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে মুম্বাই। - যমুনা টিভি অনলাইন