শুরু হচ্ছে স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ

ক্রিকেট দুনিয়া April 12, 2021 904
শুরু হচ্ছে স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ

করোনার কারণে গত মার্চে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর মাঝপথেই স্থগিত হয়ে যায়। যা ফের মাঠের গড়ানোর সময় নির্ধারণ হয়েছে। স্থগিত থাকা লিগটি ১ জুন মাঠে গড়াবে। ২০ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল। বাকি থাকা ২০টি ম্যাচই হবে করাচিতে। পিসিবির গভর্নরস মিটিংয়ে শনিবার এই সিদ্ধান্ত হয়।


টুর্নামেন্টের সব দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও সম্পৃক্ত অন্যদের ২২ মে জৈব-সুরক্ষা বলয়ে ঢুকে যেতে হবে। এরপর সবাইকে বাধ্যতামূলক সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। এরপর টুর্নামেন্ট শুরুর আগে তিন দিন অনুশীনের জন্য অনুমতি পাবে দলগুলো।


করোনা পরিস্থিতিতে গত মার্চে জৈবসুরক্ষা বলয়েই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছিল। কিন্তু টুর্নামেন্ট চলাকালে ছয় জন ক্রিকেটারসহ মোট সাত জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরপরই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয় আসর। – ক্রিকইনফো/ আমাদের সময়