ক্রিকেট মাঠ থেকে বিদায় নেওয়ার পরে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে সফরে যাচ্ছেন শাহরিয়ার নাফীস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার হিসেবে এই সফরে দলের সাথে যাচ্ছেন তিনি।
১০ এপ্রিল (শনিবার) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বাংলাদেশ দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও বিসিবি কর্মকর্তাসহ মোট ২৯ জন করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন। তাদের মধ্যে ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের নতুন মুখ শাহরিয়ার নাফীসও। গত ফেব্রুয়ারি মাসেই তিনি এই পদে যোগ দিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ শুরু করেছেন।
সাধারণত ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার হিসেবে বাংলাদেশ দলের সাথে থাকেন সাব্বির খান। তবে আসন্ন শ্রীলঙ্কা সফরে তিনি থাকছেন না। তাই তার বদলে এই সিরিজে বাংলাদেশ দলের সাথে যাবেন নাফীস। বোর্ডে যোগ দেওয়ার পরে জাতীয় দলের সাথে এটাই তার প্রথম সফর হতে যাচ্ছে।
সূত্রঃ বিডিক্রিকটাইম