বিশৃংখলাকারীদের ঠেকাতে এক ধরনের শক্তিশালী রোবট উদ্ভাবন করেছেন চীনের বিজ্ঞানীরা।
এ রোবট বৈদ্যুতিক শকের মাধ্যমে বিশৃংখলাকারীদের আঘাত করবে। ‘ইনটেলিজেন্ট সিকিউরিটি রোবট’ নামের এ রোবটটি প্রথমবারের মতো তৈরি করা হয়েছে। এতে রয়েছে একটি ‘বৈদ্যুতিক চার্জ দেয়া রায়োট কন্ট্রোল টুল’ আর পুলিশকে জানানোর জন্য আছে ‘এসওএস’ বোতাম, যা জনসাধারণ ব্যবহার করবে। স্কাই নিউজ।
খবর বলছে, রোবটটি স্বয়ংক্রিয়ভাবেই নিজেকে পরিচালনা করতে পারে আর কোনো অবস্থা বোঝার জন্য এটি ‘অন-বোর্ড’ ক্যামেরা ব্যবহার করে। ১.৫ মিটার লম্বা আর ৭৮ কিলোগ্রামের রোবটটিকে কংকিং হাইটেক মেলায় প্রদর্শন করা হয়েছিল। রোবটটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১ মাইল আর একবার পুরোপুরি চার্জ নিয়ে এটি আট ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারবে।
রোবটটি বানিয়েছে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি অফ চায়না। এতে কিছু সেন্সর আছে যা মানুষের মস্তিষ্ক, চোখ আর কান অনুকরণ করতে পারে।
কিছু টুইটার ব্যবহারকারী এই যন্ত্রকে বৈজ্ঞানিক কল্পকাহিনীর চলচ্চিত্র আর টেলিভিশন সিরিজের ভয়ানক রোবটগুলোর সঙ্গে তুলনা করেছেন।
নিজের মত প্রকাশে একজন জানান, চীনের এই রোবট ১৯৮৭ সালে মুক্তি পাওয়া ‘রোবোকপ’ চলচ্চিত্রের ‘ইডি-২০৯’ রোবটটির মতো।