ইংল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ২০ সদস্যের শক্তিশালী এই দলে অভিষেকের অপেক্ষায় আছেন তিনজন।
তারা হচ্ছেন– সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে দারুণ ফর্মে থাকা ডেভন কনওয়ে। অলরাউন্ডার রচিন রবীন্দ্র ও পেসার জ্যাকব ডুফি। দলে ফিরেছেন অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম ও বোলার এজাজ প্যাটেল।
আগামী ২ জুনে লর্ডসে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। সিরিজের দ্বিতীয় টেস্ট আরম্ভ হবে ১০ জুন বার্মিংহামে। এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড।
এক নজরের নিউজিল্যান্ডের ‘২০’ সদস্যের দলঃ
কেন উইলিয়ামসন-(অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডুফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকোলাস, এজাজ প্যাটেল, রচীন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, বিজে ওয়াটলিং, টিম সাউদি, রস টেলর, নেইল ওয়াগনার, উইল ইয়ং।
সূত্রঃ স্পোর্টসজোন২৪