দেশে ফিরলেও বিমানবন্দর থেকেই বের হলেন না মুস্তাফিজ

ক্রিকেট দুনিয়া April 4, 2021 1,469
দেশে ফিরলেও বিমানবন্দর থেকেই বের হলেন না মুস্তাফিজ

নিউজিল্যান্ড থেকে আজ রোববার (০৪ এপ্রিল) বেলা ১০টা ৪০ মিনিটে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দেশে ফিরে বাকিরা নিজ নিজ গন্তব্যে চলে গেলেও একমাত্র মোস্তাফিজুর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হননি।


মূলত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে আজ রোববারই ভারতের কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। কোভিড প্রটোকলের কারণেই এয়ারপোর্টের বাইরে আসেন নি মোস্তাফিজুর রহমান। বিকেল ৩ঃ৪০ এ কোলকাতার বিমানে চড়বেন তিনি, কোলকাতা থেকে যাবেন মুম্বাই।


এ প্রসঙ্গে বিসিবির লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান বলেন, “মুস্তাফিজ দেশেই এসেছে। তবে বিমানবন্দর থেকে বের হয়নি ও। ভেতরেই আছে। কোভিড প্রটোকলের কারণে বের হয়নি। কারণ আইপিএল খেলতে আজই ভারতে যাবে মুস্তাফিজ। বিকাল ৩.৪০ মিনিটে তার ফ্লাইট। শুরুতে কলকাতা যাবে এখান থেকে।”


ভারতে গিয়ে ৭ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। যে কারণে রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম ম্যাচ খেলতে পারবেন না মোস্তাফিজ। ১২ এপ্রিল প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলবে রাজস্থান।


সূত্রঃ স্পোর্টসজোন২৪