বিতর্কে জড়াতে চাই না, তবে আমার সঙ্গে হয়ে যায়ঃ সাকিব

ক্রিকেট দুনিয়া April 4, 2021 675
বিতর্কে জড়াতে চাই না, তবে আমার সঙ্গে হয়ে যায়ঃ সাকিব

সাকিব আল হাসান যেমন প্রতিভার বরপুত্র, তেমনি বিতর্কেরও। মাঠের বাইরের অনেক বিতর্ক চাপা দিয়ে দেন তিনি একটা দুর্দান্ত ডেলিভারিতে বা একটা সেঞ্চুরিতে। দেশের ক্রিকেট নিয়ে সবচেয়ে বেশি বিতর্কিত টাইগার বিশ্বসেরা এই অলরাউন্ডার।


বিশেষ করে শ্রীলঙ্কা সফরের সময় ছুটি নিয়ে আইপিএল খেলতে যাওয়ার কারণে তুমুল সমালোচিত হয়েছেন সাকিব। পাশাপাশি তার ছুটি চাওয়ার বিষয়টি ঘিরেও সৃষ্টি হয়েছিল নানান বিতর্ক। কিন্তু সাকিব নাকি বিতর্ক হতে চান না বরং তার সাথে হয়ে যায়।


ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, “আমি কখনও কোনো বিতর্কে জড়াতে চাই না, অন্তত ইচ্ছাকৃতভাবে তো নয়ই। তবে হ্যাঁ, এগুলো আমার সাথে হয়ে যায়। আমি জানি আমাকে আরও সতর্ক থাকতে হবে। আসলে এখন এটা নিশ্চিত করা জরুরি যে আমি যেন আর কোনো বিতর্কে না জড়াই।”


এছাড়া নিজের আইপিএল খেলার উদ্দেশ্য নিয়ে সাকিব আরও বলেন , “আইপিএলে খেলার পেছনে আমার একটা উদ্দেশ্য আছে। আমি মনে করি, সেটা পুরোটাই কাজে লাগাতে পারব। আমার বিশ্বাস, আমি আরও ভালো কিছু নিতে পারব যা আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলকেই সাহায্য করবে।”


সূত্রঃ স্পোর্টসজোন২৪