আইপিএলের ১৪ তম আসে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে এখন ভারতে অবস্থান করছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছয় দিন আগে ভারতে গেলেও এখনো মাঠে নামা হয়নি সাকিবের।
করোনার নিয়ম মেনে আছেন কোয়ারেন্টাইনে। সেখান থেকে বিভিন্ন লাইভ অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন সাকিব। আজ বিকেলে কলকাতা নাইট রাইডার্সের ইনস্টাগ্রামে লাইভে যুক্ত হন এই অলরাউন্ডার।
লাইভ আড্ডায় বিভিন্ন বিষয়ে সাকিব সাকিবকে প্রশ্ন করা হয়। এক পর্যায়ে উপস্থাপক সাকিবের কাছে জানতে চান আইপিএলের এবারের আসরে ৫০০ রান করতে চান নাকি ২৫টি উইকেট নিতে চান।
বেশ ভেবে চিন্তে সাকিব জবাব দেন তিনি ২৫টির বেশি উইকেট নিতে চান। সাকিব ৫০০ রান করলেই কলকাতা শিরোপা জিতবে তেমনটা নয়। তবে ২৫টির বেশি উইকেট উইকেট নিতে পারলে তাঁর দল শিরোপা জিতবে বলেই মনে করেন সাকিব।
সাকিবের ভাষ্যে, ‘২৫টির বেশি উইকেট। আমি মনে করি ৫০০ রান অবশ্যই বড় অর্জন। এটা নিশ্চিত করে না যে আপনি ট্রফি জিতবেন। আমি যদি ২৫টি উইকেট নেই তাহলে আমরা নিশ্চিত ট্রফি জিতবো। আমি যদি দুটোই করতে পারি কেকেআর এবং আমার জন্য ভালো হবে।’
উল্লেখ্য, সাকিবকে এবারের নিলাম থেকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে দুইবার নাইটদের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলেন সাকিব।
তাই এই অলরাউন্ডারকে ফিরিয়ে তৃতীয় শিরোপা ঘরে তুলতে চায় নাইটরা। ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে নাইটদের শিরোপা জেতাতে দৃঢ় প্রতিজ্ঞ সাকিব আল হাসানও। - স্পোর্টসজোন২৪