বাংলাদেশ দলে এখন আমার থেকে ভালো ৫-৭ জন ক্রিকেটার হয়েছে : সাকিব

ক্রিকেট দুনিয়া April 2, 2021 863
বাংলাদেশ দলে এখন আমার থেকে ভালো ৫-৭ জন ক্রিকেটার হয়েছে : সাকিব

নিষেধাজ্ঞা থেকে ফিরে ঘরের মাঠের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ম্যান অফ দ্যা টুর্নামেন্টকে নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। ওই সিরিজ ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। কিন্তু এর পরেই হাতের বৃত্তের মধ্যে রয়েছে বাংলাদেশ।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর মোট আটটি ম্যাচ খেলেছে টাইগাররা। যার মধ্যে সবকটি ম্যাচেই পরাজিত হয়েছে বাংলাদেশ। তবে এর একটি ম্যাচও খেলেননি সাকিব। তাই সাকিবের তাহলে না থাকায় একপ্রকার প্রশ্ন তুলেছে ভক্তরা।


তবে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলে এখন তার থেকে আরো ভালো মানের ক্রিকেটার আছে বলে জানিয়েছেন তিনি। গতকাল একটি ফেসবুক পেজ এর লাইভ অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, “এই দলে অনেকেরই আমার থেকে ভালো পারফরম্যান্স করার সম্ভাবনা আছে। অনেকেই আছে নাম তবে নাম বলতে পারবো না, ৫ থেকে ৭ জন ক্রিকেটার আছেন তারা আমার থেকে থেকেও ভালো হতে পারবেন।‘


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট