আইপিএলে ভালো করলেও গালি খাবঃ সাকিব

ক্রিকেট দুনিয়া April 2, 2021 813
আইপিএলে ভালো করলেও গালি খাবঃ সাকিব

শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ না খেলে সেই সময় ভারতের অনুষ্ঠিত আইপিএল খেলার অনুমতি চেয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সেই আবেদন মঞ্জুর করাতে এখন ভারতে অবস্থান করছেন সাকিব।


তবে সাকিব দেশের ক্রিকেট বাদ দিয়ে আইপিএল খেলবেন, এ বিষয়ে কম আলোচনা-সমালোচনা হয়নি। আর তাইতো সাকিব মনে করছে, আইপিএলে ভালো করলেও গালি খাবেন, না করলেও খাবেন। কারণ দেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে আর সাকিব খেলবে আইপিএল।


এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, “আপাতত আমার চিন্তা আইপিএলে ভালো করা নিয়ে। অবশ্য আইপিএল ভালো করলেও গালি খাব, না করলেও গালি খবি। তবে ওটা অন্য বাপার। একটা দলের প্রত্যাশা আছে আমার ওপর, সেটা পূরণ করার চেষ্টা করব।”


কিন্তু ভালো করলেও সাকিব গালি খাবেন কেন? এমন প্রশ্নে সাকিব বলেন, “তখন টেস্ট ম্যাচ চলবে না আমাদের শ্রীলঙ্কায়! বলা হবে যে আইপিএলে ভালো খেলছে, অথচ শ্রীলঙ্কায় যায়নি (হাসি…)। অবশ্যই আশা করি যে, দল শ্রীলঙ্কায় ভালো করবে।


ভালো করবেও, আমার বিশ্বাস। দল ভালো করলে হয়তো আমার রেহাই পাওয়ার একটা উপায় আছে। তখন লোকে বলবে, ঠিক আছে, তাহলে সে খেলুক। দল ভালো করছেই।”


সূত্রঃ স্পোর্টসজোন২৪