২০২৩ বিশ্বকাপ না জিতলে ২০২৭ পর্যন্ত খেলবোঃ সাকিব

ক্রিকেট দুনিয়া April 1, 2021 667
২০২৩ বিশ্বকাপ না জিতলে ২০২৭ পর্যন্ত খেলবোঃ সাকিব

২০২৩ বিশ্বকাপকেই পাখির চোখ করে রেখেছেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে আগামী বিশ্বকাপ না জিতলে অবসর না নিয়ে খেলবেন পরের বিশ্বকাপেও।


ক্রিকেটে তিন ফরম্যাট থাকলেও সবচেয়ে বড় আসর ধরা হয় ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপকেই। ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন সাকিব। পরের বিশ্বকাপকে সামনে রেখে তাই তার বড় পরিকল্পনা থাকাটাই সাকিব।


আছেও তাই। লক্ষ্যটাও একদম চূড়ায়- সাকিব জিততে চান বিশ্বকাপ। ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের বিশ্বকাপ জেতার সম্ভাবনা আছে, তা দৃঢ়ভাবেই বিশ্বাস করেন তিনি।


আর তাই ভারতে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপ বাংলাদেশকে জেতাতে চান সাকিব। যদি বিশ্বকাপ জেতেন তাহলে ভারতেই খেলবেন নিজের শেষ বিশ্বকাপ। তা না হলে বিশ্বকাপ জয়ের ক্ষুধা মেটাতে খেলবেন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেও।


দারাজ এর ফেসবুক লাইভে বাংলাদেশ কবে বিশ্বকাপ জিতবে, এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘২০২৩ সালে। আমার শেষ বিশ্বকাপ তাই। না জিতলে ২০২৭ পর্যন্ত খেলব।’ বিশ্বকাপ জিতিয়েই অবসরে যাবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি ছোট্ট করে জানান, ‘ইনশাআল্লাহ।’


এর আগে সাকিব জানান, অবসর নিয়ে আপাতত কোনো পরিকল্পনাই নেই তার। বিশ্বকাপ জয় ছাড়াও অবসর নিয়ে আছে আরেক ভাবনা- যতদিন উপভোগ করবেন ততদিন খেলে যাবেন।


সাকিব বলেন, ‘অবসর নিয়ে কোনো পরিকল্পনা নেই। সবকিছু খোলা থাকছে। যখন মনে হবে খেলাটা আর উপভোগ করছি না তখনই অবসর। আর যতদিন মনে হবে উপভোগ করছি, ততদিন খেলব।’


সূত্রঃ বিডিক্রিকটাইম