অ্যালেনের উচিত বাংলাদেশি ফিল্ডারদের পুরস্কৃত করা!

ক্রিকেট দুনিয়া April 1, 2021 1,008
অ্যালেনের উচিত বাংলাদেশি ফিল্ডারদের পুরস্কৃত করা!

অকল্যান্ডে ক্যারিয়ারের মাত্র তিন নম্বর টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন ফিন অ্যালেন। এই সিরিজের প্রথম ম্যাচে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছে। অভিষেকে 'ডাক', পরের ম্যাচে ১৭ রান করা অ্যালেন আজ শেষ ম্যাচে জ্বলে উঠলেন।


তার ২৯ বলে ৭১ রানের টর্নেডো ইনিংসে বাংলাদেশি ফিল্ডারদের অবদানের তুলনা নেই! অ্যালেনের উচিত, ক্যারিয়ারসেরা ইনিংস উপহার দেওয়ায় বাংলাদেশি ফিল্ডারদের পুরস্কৃত করা।


বৃষ্টির কারণে কর্তিত ১০ ওভারের ম্যাচে এই ফিন অ্যালেনই বাংলাদেশি ফিল্ডারদের কল্যাণে ৪ বার জীবন পেয়েছেন! একবার ভাবুন, শুধু তার ক্যাচই ৪ বার পড়েছে। আজ শেষ হওয়া নিউজিল্যান্ড সফরে বাংলাদেশি ফিল্ডাররা নিয়মিতই ক্যাচ ছেড়েছেন।


আজ যেন তারা নিজেদেরকেই ছাড়িয়ে গেলেন। তারা যেন পণ করেছিলেন যে, আজ অ্যালেনের ক্যাচ ধরবেন না। যদিও শেষ পর্যন্ত পণ ভাঙতে হয়েছে। তাসকিনের বলে বদলি ফিল্ডার মিরাজের তালুবন্দি হয়ে ফিরেছেন অ্যালেন।


ব্যক্তিগত ১৯ রানের মাথায় অ্যালেনের ক্যাচ ফেলেন রুবেল হোসেন। এরপর ২৯ রানে আবারও ক্যাচ তুলেন অ্যালেন, ফেলে দেন সৌম্য। পঞ্চাশ ছুঁয়ে ফেলার পর আবারও অ্যালেনের ক্যাচ সৌম্যর হাত গলে মাটিতে পড়ে।


৬৯ রানের মাথায় নিজের বলে নিজেই ক্যাচ ফেলেন শরিফুল ইসলাম। এমন ভাগ্য হয় কয়জন ব্যাটসম্যানের! তাই ম্যাচ শেষে অ্যালেন বলেন, ' ভালো লাগছিল। বেশ কিছু বল ব্যাটের মাঝে লেগেছে। গাপটিলের সঙ্গে ব্যাটিং করা বেশ উপভোগ্য।'


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন