লজ্জাজনক পরাজয়ের পর যা বললেন লিটন দাস

ক্রিকেট দুনিয়া April 1, 2021 715
লজ্জাজনক পরাজয়ের পর যা বললেন লিটন দাস

লজ্জাজনক পরাজয়ে টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। আজ একাদশে ছিলেন না দলের সিনিয়র কয়েকজন খেলোয়াড়।


ঊড়ুর মাংসপেশিতে আঘাত পেয়ে শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। যে কারণে নেতৃত্বের ভার পড়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসের কাঁধে।


আর লিটনের নেতৃত্বেই দলের ভরাডুবি দেখল টাইগার সমর্থকরা।এমন বিবর্ণ ও মলিন পারফরম্যান্সের পর অধিনায়ক লিটন জানালেন, নিউজিল্যান্ডে এখনো শিখছে তার দল।


নিউজিল্যান্ডের ওপেনার অ্যালেন ফিন একাই করেছেন ৭১ রান। আর বাংলাদেশ পুরো দল মিলে করেছে ৭৬ রান। এমন পারফরম্যান্সের জন্য ব্যাটিং ও ফিল্ডিংকেই দোষারোপ করছেন লিটন।


ম্যাচ শেষে বলেন, ‘ব্যাটিং ও ফিল্ডিংয়ে আমরা ভালো করতে পারছি না। এটার মাশুলই গুনতে হয়েছে। আসলে উপমহাদেশের উইকেটে খেলে আমরা অভ্যস্ত।


কিন্তু একইসঙ্গে এটাও জানতে হবে বাউন্সি উইকেটে কীভাবে খেলতে হয়। আমরা শিখছি। শিখছি এখানকার উইকেট ও কন্ডিশনে কীভাবে খেলতে হয়। আশা করি পরেরবার ভালো করব।’


সূত্রঃ যুগান্তর অনলাইন