তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৪২ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে ১০ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৪১ রান করেছে তারা।
নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন ৩ ছক্কা ও ১০ চারে ২৯ বলে ৭১ রানের ইনিংস খেলেছেন। গাপটিল করেছেন ১৯ বলে ৪৪ রান। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।
সূত্রঃ কালের কন্ঠ অনলাইন