বৃষ্টি আইন নিয়ে নাটকীয় কান্ডে যা বললেন মাহমুদউল্লাহ

ক্রিকেট দুনিয়া March 30, 2021 2,577
বৃষ্টি আইন নিয়ে নাটকীয় কান্ডে যা বললেন মাহমুদউল্লাহ

বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টির শুরু থেকেই ছিল বৃষ্টির আভাস। ম্যাচ শুরুর পর নিউজিল্যান্ডের ইনিংসের মাঝপথে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল খেলা। দ্বিতীয়বার বৃষ্টি শুরু হয় কিউইদের ইনিংসে ১৭.৫ ওভারের সময়। স্বাগতিকদের সংগ্রহ তখন ৫ উইকেট হারিয়ে ১৭৩। এরপর আর মাঠে নামতে পারেনি তারা।


বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ায় ১৬ ওভারে বাংলাদেশের সামনে লক্ষ্য দেয়া হয় ১৪৮ রানের। জয়ের জন্য ওভারপ্রতি ৯.২৫ রান করে তুলতে হতো বাংলাদেশের। তবে টাইগারদের ইনিংসের ১.৩ ওভার পরেই দুই আম্পায়ার এসে খেলা বন্ধ করে দেন। তারা জানান প্রথমে দেয়া লক্ষ্যটি ভুল ছিল। বাংলাদেশের নতুন লক্ষ্য ১৬ ওভারে ১৭০।


এ সময় ম্যাচ রেফারি জেফ ক্রোর রুমে কথা বলতে দেখা যায় বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গোকে। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও জানিয়েছেন, ডাকওয়ার্থ লুইসের (ডিএলএস) স্কোর নিয়ে তিনিও বিভ্রান্তিতে ছিলেন। লক্ষ্য বদলালেও প্রথম ৫ ওভার ছন্দেই ছিলেন তারা। তবে শেষের ওভারগুলোতেই তারা ম্যাচ হেরে বসেছেন।


মাহমুদউল্লাহ বলেন, 'আমি মনে করি এখানে কিছুটা বিভ্রান্তি ছিল কারণ আমরা জানতাম না ডিএলএসের রানটা কত। এটা স্কোরবোর্ডে বদলাচ্ছিলো। এটা খেলায় হতেই পারে। প্রথম পাঁচ ওভার আমরা সঠিক পথেই ছিলাম। কিন্তু আমরা ভালোভাবে শেষ করতে পারিনি। নাইম এবং সৌম্য দারুণ ব্যাট করেছে। আমরা অনেক বল মিস করেছি, এগুলো আমরা কাজে লাগাতে পারিনি।'


ব্যাটে-বলে যেমনই শুরু হোক শেষটা ভালো করার বিকল্প নেই। ম্যাচ হারের পর সেটা ভালোভাবে বুঝছেন বাংলাদেশ অধিনায়ক। শুরুতে লিটন দাস ফিরে গেলেও নাইম শেখ এবং সৌম্য সরকার মিলে ঝড়ের গতিতে রান তুলছিলেন। কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি পরের ব্যাটসম্যানরা। আর এটা নিয়ে আফসোসে পুড়ছেন মাহমুদউল্লাহ।


তিনি বলেন, 'এখানে বেশ কিছু সুযোগ ছিল কাজে লাগানোর এবং তাহলে আমরা জিততে পারতাম। তাসকিন দারুণ একটি ক্যাচ ধরেছে এটা আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। টি-টোয়েন্টিতে অনেকসময় আপনি ভালো শুরু করবেন, আবার অনেক সময় হবে না।


ব্যাটিং এবং বোলিং দুই জায়গাতেই ভালোভাবে শেষ করতে হবে। ব্যাটিং ইউনিট হিসেবে এই ম্যাচ থেকে আমরা বেশ কিছু ইতিবাচক দিক নিচ্ছি যাতে করে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারি।'


সূত্রঃ ক্রিকফ্রেন্জি