ডিএল মেথডে গণ্ডগোল, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা

ক্রিকেট দুনিয়া March 30, 2021 2,440
ডিএল মেথডে গণ্ডগোল, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা

স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতির ব্যবহার প্রশ্নবিদ্ধ হয়েছে। বাংলাদেশের লক্ষ্য নির্ধারণ করে দিতে গিয়ে স্বাগতিক নিউজিল্যান্ডকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নও উঠেছে।


নেপিয়ারে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান জড়ো করে কিউইরা। এরপর বৃষ্টির কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। বৃষ্টি থামলে ১৬ ওভারে বাংলাদেশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৪৮ রান।


বিসিবি ও এনজেডসি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করলেও ছিল ধোঁয়াশা। ফলে বাংলাদেশ যখন ব্যাটিং শুরু করে, নাঈম-লিটনরা তখন মূলত জানেন না কত রান তাড়া করতে হবে তাদের।


ব্যাটিং থামিয়ে ম্যাচ রেফারি নতুন করে হিসেবনিকেশে বসেন। শেষমেশ জানাতে হয়, ১৬ ওভারে ১৭১ রান তাড়া করতে হবে বাংলাদেশকে। ক্রিকেট সমর্থকরা বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেননি। এমনকি নিউজিল্যান্ডের অনেকেও বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন।


সূত্রঃ বিডিক্রিকটাইম