ফিজ-মিঠুনকে বাদ দিয়ে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ!

ক্রিকেট দুনিয়া March 30, 2021 1,485
ফিজ-মিঠুনকে বাদ দিয়ে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ!

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হবার পর টি-টোয়েন্টি সিরিজটাও শুরু হয়েছে হার দিয়ে। কিউইদের সাথে সিরিজ বাঁচানোর চাইতে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ একটা জয়। সেই চ্যালেঞ্জ নিয়েই দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মঙ্গলবার মাঠে নামবে মাহমুদউল্লাহর দল।


নিউজিল্যান্ড সফর মানেই টাইগারদের জন্য একটি ‘শিক্ষা সফর’। যেখানব প্রতিটা ম্যাচ থেকে থাকে শেখার। তাই প্রথম টি-টোয়েন্টিতে হারের পর যে শিক্ষা পাওয়া গেছে তাতে দ্বিতীয় ম্যাচের একাদশে যে পরিবর্তন আসবে সেটা বলার অপেক্ষা রাখেনা। যদি কোন কারণে না হয় সেটা ভিন্ন কথা। পরিবর্তন কোন জায়গায় আসতে পারে সেটা একটু দেখা যাক।


ইনজুরির কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হয়ত দেখা যাবেনা উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। তার জায়গায় মিঠুনকে খেলানো হয়েছিল তাতে খুব একটা সুবিধা করতে পারেননি মিঠুন। তাই তার জায়গায় সুযোগ পেতে পারেন নাজমুল হাসান শান্ত।


আরেকটা পরিবর্তন আসতে পারে বোলিংয়ে। যদি সৌম্য বাদ পড়েন সেক্ষেত্রে অলরাউন্ডার মোসাদ্দেক ফিট হলে তাকে খেলানো হতে পারে। আবার বাদ পড়ার বড় সম্ভাবনা আছে পেসার মোস্তাফিজুর রহমানের।


মোস্তাফিজের টি-টোয়েন্টি দলে বাদ বড়ার কথা শুনে অনেকে একটু হোচট খেতে পারেন। কিন্তু বাদ পড়ার সম্ভাবনা অনেকটায়। সেই ফিজ ঘরের মাঠে উইন্ডিজদের বিপক্ষে দারুণ মিতব্যয়ী বোলিংয়ে নজর কাঁড়লে সেই ফিজকে খুঁজে পাওয়া যাচ্ছেনা কিউইদের মাঠে।


তাই তাকে বসিয়ে সুযোগ দেওয়া হতে পারে ওয়ানডে দারুণ বোলিং করা তাসকিন আহমেদকে। অভিষেকে খারাপ বোলিং করলেও এক ম্যাচ দেখেই নিশ্চয় শরিফুলকে বাদ দিতে চাইবেনা টিম ম্যানেজমেন্ট। তাই টিকে যেতে পারেন একাদশে।


উল্লেখ্য, নেপিয়ারে বাংলাদেশ সময় দুপুর ১২ টায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। খেলাটি সরাসরি দেখানে গাজী টিভি ও টি স্পোর্টস চ্যানেল। এছাড়া ইউটিউবে লাইভ দেখবে র‍্যাবিটহোল বিডি চ্যানেলে। - স্পোর্টসজোন২৪