ইংল্যান্ডের খেলোয়াড়রা পুরষ্কার জেতায় অসন্তুষ্ট কোহলি

ক্রিকেট দুনিয়া March 29, 2021 1,337
ইংল্যান্ডের খেলোয়াড়রা পুরষ্কার জেতায় অসন্তুষ্ট কোহলি

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে ভারত, পুনেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ভিরাট কোহলির দল। সিরিজ জিতলেও ম্যাচ সেরা কিংবা সিরিজ সেরার পুরস্কার কোনটাই পায়নি ভারতীয় ক্রিকেটাররা।


৩৩০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে ২০০ রানেই ৭ উইকেট হারানো ইংল্যান্ডের শেষ ওভার পর্যন্ত জয়ের আশা বাচিয়ে রেখেছিলেন ৮ এ নেমে ৯৫ রানের অপরাজিত ইনিংস খেলা স্যাম কারান, রেকর্ড গড়া এই ইনিংসের পরেও ৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইংলিশদের।


তবে দুর্দান্ত এই ইনিংসের কারণে হেরেও ম্যাচ সেরার পুরস্কার জিতে নিয়েছেন স্যাম কারান, অন্যদিকে ব্যাট হাতে দারুণ এক সিরিজ কাটানো জনি বেয়ারস্টো জিতেছেন সিরিজ সেরার পুরস্কার। ৩ ম্যাচে ১ টি করে সেঞ্চুরি ও ফিফটিতে করেছেন ২১৯ রান, সিরিজ হারলেও দুটি পুরস্কারই জিতে নিয়েছে ইংলিশরা।


আর এতেই অবাক ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। তার মতে, ম্যাচ সেরার পুরস্কার জেতা উচিত ছিল প্রথমে ব্যাট হাতে ২১ বলে ৩০ ও পরে বল হাতে ৬৭ রান দিয়ে ৪ উইকেট নেওয়া শার্দুল ঠাকুরের। আর ইঞ্জুরি কাটিয়ে দুর্দান্ত এক সিরিজ খেলা ভুবনেশ্বর কুমারের, ৩ ম্যাচে ৪.৬৫ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট।


কোন রাগঢাক না রেখেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের অসন্তুষ্টির কথা জানিয়েছেন ভিরাট কোহলি। তিনি বলেন, “সত্যি বলতে আমি খুবই অবাক হয়েছি যে শার্দুল (ঠাকুর) ম্যাচ সেরার পুরস্কার পায়নি।


৪ উইকেটের পাশাপাশি ৩০ রান করেছে সে। এছাড়া ভুবনেশ্বরও ম্যান অব দ্য সিরিজের অন্যতম দাবিদার ছিল, মাঝের ওভার ও পাওয়ার প্লেতে এরা পার্থক্য গড়ে দিয়েছে।”


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি