নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আঙ্গুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম।
এ ছাড়া দীর্ঘদিন ধরেই পুরোনো কাঁধের চোটে ভুগছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি তিনি। কাঁধের চোট আগে থেকেই ভোগাচ্ছিল মুশফিককে। সেই সঙ্গে এবার যোগ হয়েছে আঙ্গুলের চোটও।
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে ফাস্ট বোলার তাসকিন আহমেদের একটি বল মুশফিকুর রহিমের গ্লাভস শুয়ে ছুঁয়ে বাউন্ডারিতে চলে যায়। এরপর থেকেই আঙুলে একপ্রকার ব্যথা অনুভব করতে থাকেন মুশফিক। এর পরও ওই ম্যাচে উইকেট কিপিং চালিয়ে যান মুশফিকুর।
এমনকি ব্যাটিংয়েও নেমেছিলেন। তবে দলকে বড় স্কোর উপহার দিতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ও পরাজয়ের মুখ দেখতে হয়েছে টাইগারদের।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট