জিম্বাবুয়ে সফরের সূচী ঘোষণা করলো পাকিস্তান

ক্রিকেট দুনিয়া March 28, 2021 749
জিম্বাবুয়ে সফরের সূচী ঘোষণা করলো পাকিস্তান

দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ শেষ করে জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দিবে পাকিস্তান ক্রিকেট দল। সেখানে তিন টি-টোয়েন্টি আর দুই টেস্ট খেলবে বাবর আজমের নেতৃত্বাধীন দলটি। এই সফরকে সামনে রেখে সূচী প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


সীমিত ওভারের এই দুটি সিরিজই অনুষ্ঠিত হবে হারারেতে। করোনার সংক্রমণ রোধে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক দেশটি। হারারের স্পোর্টস ক্লাব মাঠে ২২ গজের লড়াই শুরু হবে ২১ এপ্রিল। এর আগে সিরিজকে সামনে রেখে ১২ এপ্রিল জিম্বাবুয়েতে পৌঁছাবে পাকিস্তান। করোনার পর এটাই এ দুই দলের প্রথম দ্বীপাক্ষিক সিরিজ।


সফরের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল। এরপর ২৩ ও ২৫ এপ্রিল বাকি দুই ম্যাচ খেলবে দুই দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৯ এপ্রিল থেকে। দ্বিতীয় ও শেষ পাঁচদিনের ম্যাচটি শুরু হবে ৭ মে।


• জিম্বাবুয়ে বনাম পাকিস্তান সিরিজের সময়সূচী


এপ্রিল ২১- প্রথম টি-টোয়েন্টি


এপ্রিল ২৩- দ্বিতীয় টি-টোয়েন্টি


এপ্রিল ২৫- তৃতীয় টি-টোয়েন্টি


এপ্রিল ২৯ থেকে মে ৩- প্রথম টেস্ট


মে ৭ থেকে মে ১১- দ্বিতীয় টেস্ট।


সূত্রঃ ক্রিকফ্রেন্জি