আইপিএলে অংশ নিতে ভারতে পৌঁছেছেন সাকিব

ক্রিকেট দুনিয়া March 28, 2021 562
আইপিএলে অংশ নিতে ভারতে পৌঁছেছেন সাকিব

আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলার জন্য ভারতে পৌঁছেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মুম্বাইয়ে দ্রুতই দলের সাথে যোগ দিবেন তিনি। সেখানে দলের হোটেলে ৫ জন খেলোয়াড় ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকার পর শুক্রবার ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে অনুশীলনে যোগ দিয়েছিলেন।


সাকিবের আইপিএলে খেলা নিয়ে এর আগে সন্দেহ জেগেছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছিলেন সাকিবের অনাপত্তিপত্র নিয়ে বোর্ড আবারও ভাবছে। শ্রীলঙ্কা সফর বাদ দিয়ে আইপিএলে খেলা নিয়ে এক চিঠিতে বোর্ডের সাথে ভুল বোঝাবুঝি হয়েছিল সাকিবের।


যদিও পরবর্তীতে চিঠির নিষ্পত্তি এনে বিসিবি ডিরেক্টর ইসমাইল হায়দার বলেন, ‘অনাপত্তির সিদ্ধান্ত একই থাকবে এবং সাকিব আইপিএলে অংশগ্রহণে যেতে পারবে।’


আইপিএলের নিলামে ৩ কোটি ২০ লাখ ভারতীয় রূপিতে কোলকাতা নাইট রাইডার্সে যুক্ত হয়েছিলেন সাকিব। আমেরিকা থেকে সোমবার রাতে দেশে পৌঁছান তিনি এবং পরের দিন মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করেন।


নিজের ব্যাটিং স্কিল নিয়ে কাজ করার পাশাপাশি কয়েক ওভার বোলিংও করেছিলেন। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন সাকিব।


কেকেআর প্লে-অফে গেলে সাকিবকে মিস করতে পারে তারা, কেননা অনাপত্তিপত্র ১৮ মে পর্যন্ত বৈধ আছে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সেখানে যাবেন সাকিব। সিরিজ শুরু হবে ২০ মে থেকে।


সূত্রঃ ক্রিকেট৯৭