নিউজিল্যান্ডে হারের ধারাবাহিকতা বজায় রেখেই চলেছে বাংলাদেশ দল, ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর প্রথম টি-টোয়েন্টিতেও হেরেছে বড় ব্যবধানে। ওয়েলিংটনে ৬৬ রানের হার দিয়ে সিরিজ শুরু করলো টাইগাররা, এই হারের পেছনে বড় লক্ষ্য একটা কারণ হলেও মুল সর্বনাশ ব্যাটিংয়েই দেখছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
২১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে জিততে হলে দুর্দান্ত একটা শুরু দরকার ছিল, বাংলাদেশি অধিনায়কদের চোখে যেটা আউট অব দ্যা ক্রিকেট। কিন্তু তার ছিটেফোটাও ছিল না কারো ব্যাটিংয়ে, ৫৯ রানে ৬ উইকেট হারিয়ে লজ্জাজনক পরাজয় নিশ্চিত করেছে লিটন-রিয়াদরা। তবে সেটাকে কিছুটা দূর করেছে আফিফ-সাইফদের ব্যাটিং।
ম্যাচ শেষে মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাটিংটাকেই দায়ী করছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশ নিজেদের যা সর্বনাশ সেটা ব্যাটিং দিয়েই ডেকে নিয়ে এসেছে। রিয়াদ এটাও মেনে নিচ্ছেন যে, এভাবে চলতে থাকলে জয় পাওয়া সম্ভব নয়; তবে আবারও দ্বিতীয় ম্যাচে ফিরে আসার প্রত্যয় ঝড়েছে তার কন্ঠে।
মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, “বোলাররা যথেষ্ট ভাল করেছে, নাসুম অভিষেকে দারুণ করেছে। তবে আবারও ব্যাটিংয়ে নিজেদের সর্বনাশ ডেকে এনেছি আমরা। এভাবে উইকেট হারালে কতদুর যাওয়া যাবে? আমার মনে হয় এভাবে করলে হবে না, দ্বিতীয় ম্যাচে ফিরে আসতে হবে।”
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি