মুস্তাফিজুর রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলতে আর কোনো বাঁধা থাকলো না। সাকিব আল হাসানের পর টাইগার পেসারকেও আইপিএল খেলার অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
বিসিবির প্রধান নির্বাচক আরও জানিয়েছেন, ”আমরা তাকে (মুস্তাফিজ) আইপিএলের জন্য এনওসি দিয়েছি কেননা শ্রীলঙ্কা সফরের টেস্টে সে আমাদের পরিকল্পনায় নেই। এর চেয়ে ভালো সে সেখানে খেলুক এবং অভিজ্ঞতা অর্জন করুক।”
উল্লেখ্য সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইপিএলের ১৪তম আসরে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এবারের নিলামে টাইগার পেসারকে ১ কোটি রুপিতে কিনে নিয়েছিলো রাজস্থান রয়্যালস।
এর আগে অনেক জল্পনার কল্পার পর সাকিব আল হাসানকে আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছে বিসিবি। কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিতে আজ দেশ ছেড়েছেন সাকিব।
উল্লেখ্য সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল মাতিয়েছেন মুস্তাফিজ। নিউজিল্যান্ড থেকে ফিরেই নতুন দল রাজস্থানের হয়ে আইপিএল খেলতে ভারতে উড়াল দিবেন ‘ফিজ’। - ডেইলি স্পোর্টস বিডি