প্রথম দুই ম্যাচ হেরে আগেই ওয়ানডে সিরিজ খুইয়ে বসেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচটা জিতে তাই হোয়াইটওয়াশ এড়ানোই ছিল তামিমদের একমাত্র লক্ষ্য। কিন্তু শেষ ম্যাচে আরও শোচনীয় পরাজয় বরণ করলো টাইগাররা। সেই সঙ্গে ডুবলো হোয়াইটওয়াশের লজ্জায়।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শুক্রবার (২৬ মার্চ) ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ১৬৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ৷ শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩১৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ১৫৪ রান তুলতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
আর সেই সাথে আইসিসির ওয়ানডে সুপার লিগের শীর্ষ দুই থেকে পাঁচে নেমে গেছে বাংলাদেশ। এই সিরিজ শুরুর আগে টাইগারদের পয়েন্ট ছিল ৩০। সেই সময় তিন ম্যাচের তিনটিতেই জেতাতে আফগানিস্তান ইংল্যান্ডের উপরেই ছিল বাংলাদেশ।
তাদেরও পয়েন্ট ছিল সমান ৩০ করে। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশের রান রেট কমে যাওয়ায় নিচে নেমে গিয়েছে তামিম বাহিনী। তিন ম্যাচের তিনটিতেই জিতে নিউজিল্যান্ড দুইয়ে। এছাড়া ৪০ পয়েন্ট নিয়ে সবার উপরে অস্ট্রেলিয়া। আফগানিস্তান তৃতীয়, ইংল্যান্ড চতুর্থ স্থানে আছে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪