গত কয়েক বছরে বেশ ক’বার নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ দল। কিন্তু সেই টানা দুই সফরে বাংলাদেশে এসে বাংলাওয়াশ হওয়ার পরে আর লাল-সবুজের দেশে সিরিজ খেলতেই আসেনি কিউইরা।
চলমান সিরিজের শেষ ওয়ানডে ম্যাচের আগে তাই তামিমই নিউজিল্যান্ডকে বাংলাদেশে আমন্ত্রণ জানালেন।নিউজিল্যান্ডের পেস বান্ধব উইকেটে বেশ ভুগতে দেখা যায় বাংলাদেশের ক্রিকেটারদের। বোলার কিংবা ব্যাটসম্যান, বাংলাদেশ দলের দুই বিভাগেরই সমস্যা হয় এই পরিবেশের সাথে মানিয়ে নিতে।
তৃতীয় ওয়ানডে ম্যাচের টসের সময়ে তামিমকে জিজ্ঞেস করা হয়েছিল নিউজিল্যান্ডের পিচ সম্পর্কে। তখনই তামিমের ওখানে নিজেদের খেলার অভিজ্ঞতার কথা বলার সাথেসাথে নিউজিল্যান্ডকে বাংলাদেশে সফর করার প্রস্তাব দেন।
তামিম বলেন, ‘আমরা শুধু এখানে (নিউজিল্যান্ডে) ওয়ানডে ম্যাচই খেলিনি, আমরা এখানে টেস্ট ম্যাচও খেলেছি। আমি চাই নিউজিল্যান্ড বাংলাদেশেও খেলতে যাক যেখানে আমাদের স্পিন বান্ধব উইকেট আছে।’
সূত্রঃ বিডিক্রিকটাইম