ওয়েলিংটনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ১৬৪ রানের বিশাল পরাজয় বরণ করেছে সফরকারী বাংলাদেশ। এই পরাজয়ে হোয়াইটওয়াশ হল তামিম ইকবালের দল।
শুক্রবার (২৬ মার্চ) টস জিতে ব্যাট করতে নেমে রানের পাহাড় দাঁড় করে কিউইরা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ দাঁড়ায় ৩১৮ রান। এত রান তাড়া করে নিউজিল্যান্ডে জিততে পারেনি কোনো দল। তাই বাংলাদেশকে জিততে হলে গড়তে হত রেকর্ড।
দলের পক্ষে এদিন শতক হাঁকান ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল। দলীয় ৫৭ রানের মধ্যে তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে কিছুটা চাপ সৃষ্টি করেছিলেন রুবেল হোসেন, তাসকিন আহমেদরা। ভালো করতে পারেননি অধিনায়ক টম ল্যাথামও। তবে প্রতিরোধ গড়ে তোলেন কনওয়ে ও মিচেল।
১২০ রানে চতুর্থ উইকেটের পতনের পর পঞ্চম উইকেটে ১৫৯ রানের অনবদ্য জুটি গড়েন কনওয়ে ও মিচেল। ১৭টি চারের সহায়তায় ১১০ বলে ১২৬ রান করে ক্ষান্ত হন কনওয়ে। মিচেল শতরানে পৌঁছে ছিলেন অপরাজিত। ৮টি চার ও ২টি ছক্কায় ৯২ বল মোকাবেলা করতে হয়েছে তাকে, তিন অঙ্কে পৌঁছানোর জন্য।
বাংলাদেশের পক্ষে তিনটি উইকেট শিকার করেন রুবেল হোসেন, যদিও খরচ করেছেন ওভারপ্রতি ৭ রান করে। একটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানেই অধিনায়ক তামিম ইকবালকে হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা।
তামিম ১, সৌম্য সরকার ১, মোহাম্মদ মিঠুন ৬, মেহেদী হাসান মিরাজ ০, শেখ মেহেদী হাসান ৩ রান করে সাজঘরে ফেরেন। আগের ম্যাচে ঝড়ো ইনিংস খেলা মিঠুন এদিন ৬ রান করতে খরচ করেছেন ৩৯ বল।
মাহমুদউল্লাহ রিয়াদ প্রতিরোধের চেষ্টা গড়ে দলের পরাজয়ই এড়িয়েছেন শুধু। অন্যান্যদের মধ্যে মুশফিকুর রহিম ৪৪ বলে ২১ ও লিটন দাস ২১ বলে ২১ রান করেন। নবম উইকেটে রুবেল হসেনের সাথে ৫২ রানের জুটি গড়েন রিয়াদ, পূর্ণ করেন নিজের ২৩তম অর্ধশতক।
শেষপর্যন্ত অপরাজিতই থাকেন তিনি। ৬টি চার ও ৪টি ছক্কায় ৭৩ বলে ৭৬ রান আসে রিয়াদের ব্যাট থেকে। ধ্বংসস্তূপে একা মাথা তুলে দাঁড়ালেও ১৫৪ রানে অলআউট হয়ে যায় দল। কিউইদের পক্ষে জিমি নিশাম পাঁচটি ও ম্যাট হেনরি চারটি উইকেট শিকার করেন।
• সংক্ষিপ্ত স্কোর
টস : নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড : ৩১৮/৬ (৫০ ওভার)
কনওয়ে ১২৬, মিচেল ১০০*, গাপটিল ২৬
রবেল ৭০/৩, সৌম্য ৩৭/১
বাংলাদেশ : ১৫৪/১০ (৪২.৪ ওভার)
রিয়াদ ৭৬*, লিটন ২১, মুশফিক ২১
হেনরি ২৭/৪, নিশাম
ফল : নিউজিল্যান্ড ১৬৪ রানে জয়ী
সিরিজ : নিউজিল্যান্ড ৩-০ ব্যবধানে জয়ী।
সূত্রঃ বিডিক্রিকটাইম