বাংলাদেশের বিপক্ষে দলে ফিরলেন রস টেইলর

ক্রিকেট দুনিয়া March 25, 2021 825
বাংলাদেশের বিপক্ষে দলে ফিরলেন রস টেইলর

চোট থেকে ফিরে শতভাগ ফিট ছিলেন না কিউই অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর। অবশেষে সতভাগ ফিট হয়ে ফিটনেস টেস্টে পাশ করেই বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের ৩য় এবং শেষ ম্যাচের দলে জায়গা পেয়েছেন রস টেইলর। বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।


টেইলর আন-ফিট থাকায় তাঁর পরিবর্তে প্রথম দুই ওয়ানডেতে খেলেছিলেন ডানহাতি ব্যাটসম্যান উইল ইয়ং। টেইলর ফেরায় ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে এই ব্যাটসম্যানকে।


সবকিছু ঠিক ঠাক থাকলে শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিজের ২৩৩ তম একদিনের ম্যাচটি খেলতে নামবেন টেইলর। - ডেইলি স্পোর্টস বিডি