আন্তর্জাতিক ক্রিকেটে সাব্বিরের আগমণটা বসন্তের কোহলির মতই ছিল। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে যেমন হারিয়ে যায় বসন্তের কোকিল ঠিক তেমনি সাব্বির রহমানের ফর্ম বসন্তের কোকিলের মতই হারিয়ে গেছে। তবে নিজেকে ফিরে পেতে সাব্বির শুরু করছেন সেই অ আ, ক খ থেকে।
শ্রীলঙ্কার সাথে ২০১৯ সালের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ছিল সাব্বির রহমানের শেষ ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামা। বাংলাদেশের আফগানিস্তান-জিম্বাবুয়ের সাথের টি-২০ ত্রিদেশীয় সিরিজে খারাপ খেলার পরেই মূলত বন্ধ হয়ে যায় সাব্বিরের জাতীয় দলের দরজা।
এর পর প্রতিযোগিতা মূলক ক্রিকেটে ফিরতে না পেরে সাব্বির হায়ারে খেপ খেলে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গা। সোনারগাঁও, মাগুরা ও ময়মনসিংহের বিভিন্ন জায়গায় খেলেছেন সাব্বির। এসব জায়গা খেলে নতুন করে অভিজ্ঞতা অর্জন করছেন সাব্বির। যেন শুরু থেকে শিখছেন আবারও।
বিবিসিকে সাব্বির বলেন, “আমার সব ধরনের উইকেটে খেলতে হয়, কখনো খেলছি সোনারগাঁও, মাগুরা, ময়মনসিংহ, বাংলাদেশের সব উইকেটে খেলার অভিজ্ঞতা হচ্ছে আমার। কোথাও বল উঁচু হচ্ছে, কোথাও নিচু হচ্ছে। আমি এভাবে চিন্তা করছি, আমি আবার ছোট থেকে বড় হচ্ছি। আমি যতই একা একা অনুশীলন করি, তাতে লাভ নেই আমাকে ম্যাচে থাকতে হবে।”
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের হয়ে সাব্বির রহমান ১১ টি টেস্ট ম্যাচ খেলে ২৪ গড়ে করেছেন ৪৮১ রান । ওয়ানডে খেলে ২৫.৬৩ গড়ে সাব্বির করেছেন ১৩৩৩ রান। টি-টোয়েন্টি ফরম্যাটে সাব্বির ৪৪টি ম্যাচ খেলে ৯৪৬ রান তুলেছেন, প্রায় ২৫ গড়ে ব্যাট করে।
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি