ক্রাইস্টচার্চের হেগলি ওভালে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টাইগার অধিনায়ক তামিম ইকবালের বিপক্ষে উগ্র আচরণ করে শাস্তি পেলেন কিউই পেসার কাইল জেমিসন। অর্থের জরিমানার সাথে ডিমারিট পয়েন্টও পেয়েছেন ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই বোলার।
ঘটনা ঘটে বাংলাদেশ ইনিংসের ১৫তম ওভারে। তখন তামিমের বিপক্ষে রিটার্ন ক্যাচ নেয়ার পর উগ্র আচরণ করেন জেমিসন। কিন্তু ক্যাচটি ধরলেও বল মাটি স্পর্শ করায়টিভি আম্পায়ার নটআউট ঘোষণা করেন। এতে তিনি রেগে গিয়ে বাজে অঙ্গভঙ্গী দেখান।
যার ফলে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৮ নম্বর ভঙ্গ করেন জেমিসন। এতে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে জেমিসনকে। সেই সাথে শৃঙ্খলা রেকর্ডে যুক্ত হয়েছে ১ (এক) ডিমেরিট পয়েন্ট।
২৪ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার শৃঙ্খলা ভাঙ্গার শাস্তি পেলেন কিউই ফাস্টবোলার। তিনি অভিযোগ শিকার করে নেওয়ায় অবশ্য আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। - স্পোর্টসজোন২৪